Affiliate Policy
*Mahlun এফিলিয়েট প্রোগ্রাম পলিসি:
স্বাগতম সবাইকে আমাদের "Mahlun's Affliate Program" এ। আমরা ইসলামিক লাইফস্টাইলের অসংখ্য পন্যসামগ্রী নিয়ে কাজ করে থাকি। আমাদের বিশাল পন্যসামগ্রীর মধ্যে রয়েছে পাঞ্জাবি, আতর, টুপি, গেঞ্জি, জার্সি সাথে সুপার ফুড।
কমিশন কাঠামো:
প্রত্যেক এফিলিয়েট গ্রাহক নিজস্ব "affiliate link" ব্যাবহার করে প্রতিটি পন্য বিক্রির জন্য নির্ধারিত কমিশন পাবেন, পন্যের বিক্রয় মূল্যোর ১০% থেকে সর্বোচ্চ ৫০% পর্যন্ত কমিশন পাবেন মাহ্লুন এফিলিয়েট প্রোগ্রামে।
পেমেন্ট প্রক্রিয়া :
প্রত্যেক গ্রাহক তার উপার্জনকৃত কমিশনের টাকার পরিমান সর্বনিম্ন ১০০০ টাকায় পৌঁছালে টাকা উত্তোলন করতে পারবেন, অবশ্যই আমরা আপনাকে নিশ্চিত করে গর্বিত হবো যে মাহলুন এর মাধ্যমে আপনি এই অর্থ উপার্জন করতে পেরেছেন।
সাবস্ক্রিপশন ফি বিষয়ক খুঁটিনাটি:
আমাদের বর্ধনশীল পরিবারে যোগদান করতে একটি বাৎসরিক
নিবন্ধন ফি ১৫০০ টাকা প্রদান করতে হয়। যা গ্রাহককে প্রতি বছর পুনরায় পুঃনিবন্ধন করে নিতে হবে, আমাদের এই প্লার্টফর্মে আয়ের সুযোগ সুবিধাগুলো পুনরায় ব্যাবহার করার জন্য।
কেন Mahlun Affiliate এ জয়েন করবেন?*
বিশাল পরিসরের উন্নতমানের ইসলামিক লাইফস্টাইল পণ্যসমূহ পাবেন হাতের নাগালে। প্রতিযোগিতামূলক কমিশন হার, যা শুরু হয় সর্বনিম্ন ১০% থেকে সর্বোচ্চ ৫০% পর্যন্ত। পাচ্ছেন সবচেয়ে সূবিধাজনক উত্তোলন এর প্রক্রিয়া যা সর্বনিম্ন ১০০০ টাকা হলেই উত্তোলন করতে পারবেন। তাই দেরি না করে যুক্ত হয়ে যান আমাদের বর্ধিনশীল পরিবারের সাথে।
নিবন্ধন ফি অফেরতযোগ্য;
"Mahlun's affiliate program" এ যুক্ত হবার মাধ্যমে আপনি সম্মতি জানালেন এবং স্বীকার করলেন যে নিবন্ধন ফি সম্পূর্ণ অফেরতযোগ্য।
এই নিবন্ধন ফি এর দ্বারা গ্রাহকের এফিলিয়েট একাউন্ট এর রক্ষনাবেক্ষন এবং এর সাথে সম্পর্কিত প্রশাসনিক কার্মকান্ড পরিচালোনার কাজে ব্যাবহৃত হবে।
নিবন্ধন ফি অফেরতযোগ্য প্রক্রিয়াটি একটি আদর্শ নিয়ম মেনে চলে, যা নিশ্চিত করে আমাদের এ্যাফিলিয়েট প্রোগ্রাম চালানোর প্রক্রিয়া এবং প্রচলিত এ্যাফিলয়েট প্রোগ্রাম পরিচালনা সাহায্য করানোর জন্য।
একবার নিবন্ধন ফি প্রদান হয়ে গেলে ধরে নিতে হবে এটিই চূড়ান্ত। যেকোন পরিস্থিতি হোক এই নিবন্ধন ফি অফেরতযোগ্য বলে বিবেচিত হবে।
Affilate Accounts বিক্রি করা যাবে না;
Mahlun এ নিবন্ধনকৃত affilate Account গুলো হস্তান্তর যোগ্য নয়। বিক্রি, হস্তান্তর, অন্য কোন তৃতীয় ব্যাক্তিকে একাউন্ট দেয়া কঠোরভাবে নিষিদ্ধ। যেকোন বিধি লঙ্ঘনের সাথে সাথে আপনার একাউন্টটি বন্ধ হয়ে যাবে, আপনাকে এফিলিয়েট প্রোগ্রাম থেকে স্থায়ী নিষেধাজ্ঞা দেয়া হবে, এবং আপনার একাউন্টের টাকা বাজেয়াপ্ত করা হবে। সব বিষয়ে আরো স্পষ্ট ধারনা পাবার জন্য আমাদের সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করতে পারেন।
আজই আমাদের "Mahlun's Affiliate Program" এ যোগদান করুন এবং ইসলামিক সংস্কৃতি এবং লাইফস্টাইলের প্রচার প্রসারের অংশীদার হউন।
Mahlun Affiliate Program Policy
Welcome to Mahlun's Affiliate Program, where we embrace a harmonious blend of Islamic lifestyle products. Our diverse range includes Panjabi, Attar, Tupi, T-shirts, Jerseys, and delectable foods.
Commission Structure:
Affiliate users are entitled to earn commissions ranging from a generous 10% to an impressive 50% on every successful sale generated through their unique affiliate link.
Payouts System:
Affiliate users can withdraw their earnings once they reach a minimum threshold of 1000 BDT, ensuring that your efforts yield tangible rewards.
Subscription Fee Details:
To join our thriving affiliate community, there is an annual registration fee of 1500 BDT. Affiliates must renew their subscriptions upon expiration to continue enjoying the benefits of our program.
Why Mahlun Affiliate Program?
- Access a diverse range of high-quality Islamic lifestyle products.
- Competitive commission rates ranging from 10% to 50%.
- Convenient withdrawal process with a minimum threshold of 1000 BDT.
- Engage in a thriving community of affiliates dedicated to promoting our brand.
*Registration Fee: Non-Refundable*
By participating in Mahlun's affiliate program, you acknowledge and agree that the registration fee is non-refundable. This fee is required upon registration to cover administrative costs associated with processing and maintaining your affiliate account.
The non-refundable nature of the registration fee is a standard practice to ensure the efficient handling of affiliate applications and to support the ongoing management of our affiliate program. Once the registration fee is paid, it is considered final, and no refunds will be provided under any circumstances.
*No Selling of Affiliate Accounts*
Affiliate accounts registered with Mahlun are non-transferable. Selling, transferring, or assigning accounts to third parties is strictly prohibited. Any violation will result in immediate termination, a permanent ban from the affiliate program, and the forfeiture of the account balance. For clarification, contact our support team.
Join Mahlun's Affiliate Program today and be part of a rewarding journey promoting Islamic culture and lifestyle!